January 15, 2026, 11:34 pm
ওবাইদুর রহমান ,দুমকী,পটুয়াখালী :
দুমকী প্রেসক্লাবের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রাত ৮টায় দুমকী প্রেসক্লাব মিলনায়তনে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব সভাপতি মো: আবুল হোসেনের সভাপতিত্বে মিলাদ মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকী উপজেলা বিএনপির সভাপতি মো: খলিলুর রহমান,সাধারন সম্পাদক সাইফুল আলম মৃধ্যা,সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম,উপজেলা যুবদলের সভাপতি জসিম উদ্দিন,জামায়াতে ইসলামী দুমকী উপজেলা আমির মাও:আবুল খায়ের, গনঅধিকার পরিষদের দুমকী উপজেলা সাধারন সম্পাদক সাংবাদিক নাসির উদ্দিন জুয়েল, এনসিপির পটুয়াখালী জেলা সদস্য সাংবাদিক আল ফাহাদ। প্রেসক্লাব সাধারন সম্পাদক সাইদুর রহমান খানের সঞ্চালনায় বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন প্রেসক্লাব সহ-সভাপতি মো: এবাদুল হক,যুগ্ন- সম্পাদক সহিদুল ইসলাম সরদার, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম,সিনিয়র সাংবাদিক আবদুল কুদ্দুস প্রমুখ। পরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদও দোয়া মাহফিল অনুস্ঠিত হয়।