January 15, 2026, 11:34 pm

শিরোনাম :
নওগাঁর পত্নীতলায় ১৬ মাসের শিশুকে সেতু থেকে নদীতে ছুড়ে ফেলে থানায় গেলেন মা নন্দীগ্রামে ভটভটি–মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু ধামইরহাটে পিএফজি ও ওয়াইপিএজি’র যৌথ ত্রমাসিক সভা অনুষ্ঠিত। নন্দীগ্রামে বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা নন্দীগ্রাম ইউএনও অফিস পরিদর্শনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করলেন জেলা প্রশাসক পোরশায় দুস্থ প্রতিবন্ধদের মাঝে শুকনা খাবার ও শীতবস্ত্র বিতরণ সান্তাহারে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নওগাঁয় মোবাইল ব্যবসায়ীদের মানববন্ধন বাঘায় বেগম খালেদা জিয়া ও স্বেচ্ছাসেবক দল নেতা বাচ্চু সরকারের রুহের মাগফিরাত কামনায় দোয়া। বেগম খালেদা জিয়ার স্মরণে দুমকী প্রেসক্লাবের মিলাদ ও দোয়া মাহফিল

রাজশাহীতে দোয়া মাহফিল ও ফুলেল শুভেচ্ছায় শাহ্ মখদুম কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

তন্ময় দেবনাথ রাজশাহীঃ
রাজশাহীতে শাহ্ মখদুম কলেজে উৎসবমুখর পরিবেশে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল থেকে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয় ফুল দিয়ে। এর আগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় অনুষ্ঠিত নবীনবরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোহাম্মদ খালিদ আলম। নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “শিক্ষাজীবনের এই নতুন যাত্রা হবে দায়িত্ব, শৃঙ্খলা এবং মানবিক মূল্যবোধে পরিপূর্ণ। সুনাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য এখন থেকেই আত্মনিয়োগ করতে হবে। নিয়মিত ক্লাস, অধ্যবসায় ও সময়কে যথাযথ কাজে লাগানোই সফলতার মূল চাবিকাঠি।”
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ এস.এম. রেজাউল ইসলাম পাপ্পু। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন,“বৈষম্যহীন বাংলাদেশ গঠনে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। অতীত ভুলে সামনে এগিয়ে যেতে হবে। নিয়মিত ক্লাস করলে কোচিং সেন্টারের প্রয়োজন হবে না। ক্লাসমুখী হতে পারলেই প্রকৃত শিক্ষা অর্জন করা সম্ভব।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন রাজশাহী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও কলেজ গভর্নিং বডির দাতা সদস্য মোঃ গোলাম মোস্তাফা মামুন। তিনি বলেন, “শিক্ষার্থীদের শুধু বইয়ে সীমাবদ্ধ থাকলে চলবে না। নিজেদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে যোগাযোগ দক্ষতা, প্রযুক্তি জ্ঞান এবং বাস্তব অভিজ্ঞতার প্রতি মনোযোগী হতে হবে। সুশিক্ষিত তরুণরাই আগামী সমাজ ও রাষ্ট্র পরিচালনায় বড় ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন,“শিক্ষা বাণিজ্যিকীকরণ হলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিপন্ন হবে। কোচিং নির্ভরতা বাড়লে শিক্ষা অকার্যকর হয়ে পড়বে। এখনই কঠোর ব্যবস্থা নিতে হবে। শহরের অধিকাংশ কোচিং সেন্টার শিক্ষাকে সেবা হিসেবে না দেখে মুনাফাকেন্দ্রিক ব্যবসা হিসেবে পরিচালনা করছে। ‘ভাইয়া গ্রুপ’ নামে পরিচিত অননুমোদিত শিক্ষকরা নানা স্থানে ব্যাচ পরিচালনা করে শিক্ষার্থীদের বিভ্রান্ত করছে। এদের বিষয়ে শিক্ষার্থীদের সচেতন থাকার আহ্বান জানান।”
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন ও কলেজের বিদ্যোৎসাহী সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আলী এবং বিদ্যোৎসাহী সদস্য অ্যাডভোকেট মুহা. আতিকুর রহমান।
কলেজের শিক্ষক মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ কলেজ ক্যাম্পাসে ছিল উৎসবের আমেজ। অনুষ্ঠান শেষে নবাগত শিক্ষার্থীদের মাঝে উপহার তুলে দেওয়া হয় এবং সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে নবীনবরণ সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *