January 15, 2026, 11:34 pm

শিরোনাম :
নওগাঁর পত্নীতলায় ১৬ মাসের শিশুকে সেতু থেকে নদীতে ছুড়ে ফেলে থানায় গেলেন মা নন্দীগ্রামে ভটভটি–মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু ধামইরহাটে পিএফজি ও ওয়াইপিএজি’র যৌথ ত্রমাসিক সভা অনুষ্ঠিত। নন্দীগ্রামে বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা নন্দীগ্রাম ইউএনও অফিস পরিদর্শনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করলেন জেলা প্রশাসক পোরশায় দুস্থ প্রতিবন্ধদের মাঝে শুকনা খাবার ও শীতবস্ত্র বিতরণ সান্তাহারে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নওগাঁয় মোবাইল ব্যবসায়ীদের মানববন্ধন বাঘায় বেগম খালেদা জিয়া ও স্বেচ্ছাসেবক দল নেতা বাচ্চু সরকারের রুহের মাগফিরাত কামনায় দোয়া। বেগম খালেদা জিয়ার স্মরণে দুমকী প্রেসক্লাবের মিলাদ ও দোয়া মাহফিল

মানিকগঞ্জে অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রতিযোগিতা প্রতিভাবান ৪০ খেলোয়াড় বাছাই

হাসান শিকদার,মানিকগঞ্জঃ

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫–২৬-এর আওতায় মানিকগঞ্জ জেলায় অনূর্ধ্ব-১৫ বালকদের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) মানিকগঞ্জ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে শহীদ মিরাজ তপন স্টেডিয়াম মাঠে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় জেলার ৫টি উপজেলার মোট ৮টি ফুটবল একাডেমির দল অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী দলগুলোর খেলোয়াড়রা সারা দিনব্যাপী বিভিন্ন ম্যাচে নিজেদের নৈপুণ্য প্রদর্শন করে।

প্রতিযোগিতা শেষে প্রতিভাবান খেলোয়াড়দের মধ্য থেকে প্রাথমিকভাবে ৪০ জনকে বাছাই করা হয়। বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে পরবর্তীতে এক মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হবে। এই প্রশিক্ষণ থেকে নির্বাচিত ২ থেকে ৩ জন খেলোয়াড় ডেভেলপমেন্ট কাপ ফুটবল অনূর্ধ্ব-১৫ ঢাকা বিভাগীয় দলের হয়ে খেলার জন্য ট্রায়ালে অংশগ্রহণের সুযোগ পাবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতা ও প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হাসান খান। জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন ফুটবল একাডেমির কোচ, ম্যানেজার, ক্রীড়া সংগঠক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিনের উদ্বোধনী ম্যাচে মামুন ফুটবল একাডেমি ট্রাইব্রেকারে ৩–১ গোলে পিন্টু একাডেমিকে পরাজিত করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *