January 15, 2026, 11:34 pm
নজরুল ইসলাম, বাগমার (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহী জেলার বাগমারা থানাধীন উত্তর একডালা দাখিল মাদ্রাসা মাঠে আজ অনুষ্ঠিত হলো বহুল আলোচিত ফুটবল টুর্নামেন্ট ২০২৫ রাউন্ডের ফাইনাল ম্যাচ। উত্তেজনাপূর্ণ এই ফাইনালে মুখোমুখি হয় ভবানীগঞ্জ পৌরসভা বনাম তাহেরপুর পৌরসভা।
ম্যাচের শুরু থেকেই দুই দলের খেলোয়াড়রা আক্রমণাত্মক ফুটবল উপহার দেন। খেলার মাত্র ১০ মিনিটের মাথায় তাহেরপুর পৌরসভা একটি গোল করে এগিয়ে যায়। তবে ম্যাচের ৮৫ মিনিটের মাথায় ভবানীগঞ্জ পৌরসভা একটি গুরুত্বপূর্ণ গোল করে খেলায় সমতা ফেরায়। নির্ধারিত সময় শেষে খেলা সমতায় থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারে ভবানীগঞ্জ পৌরসভা ৫টি গোল করে এবং তাহেরপুর পৌরসভা ৩টি গোল করতে সক্ষম হয়। ফলে ২ গোলের ব্যবধানে ভবানীগঞ্জ পৌরসভা ফাইনাল ম্যাচে বিজয় লাভ করে। জয় নিশ্চিত হতেই মাঠজুড়ে ছড়িয়ে পড়ে বিজয় উল্লাস।
ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বাগমারা উপজেলা এমপি পদপ্রার্থী ডি এম জিয়াউর রহমান (জিয়া)। এছাড়াও উপস্থিত ছিলেন ভবানীগঞ্জ পৌরসভার মেয়র, তাহেরপুর পৌরসভার মেয়র, ভবানীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক, বাগমারা থানা পুলিশের এসআইসহ ও আরো উপস্থিত ছিলেন প্রায় ১০ জন পুলিশ সদস্য এবং গ্রাম বাংলার অসংখ্য ফুটবলপ্রেমী দর্শক।
উত্তর একডালা মাঠে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। কানায় কানায় পূর্ণ মাঠে শেষ মুহূর্ত পর্যন্ত দর্শকরা দাঁড়িয়ে থেকে ম্যাচ উপভোগ করেন।
খেলা শেষে বক্তব্য রাখতে গিয়ে ডি এম জিয়াউর রহমান জিয়া বলেন,
“মাদকমুক্ত বাগমারা গড়ে তোলার লক্ষ্যে যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করতে এই ধরনের টুর্নামেন্টের বিকল্প নেই।”
এ সময় পুলিশের পক্ষ থেকে বক্তব্যে রাখেন, বাগমারা পুলিশ এসআই তিনি বলেন
“শারীরিক ব্যায়াম ও মানসিকভাবে সুস্থ থাকার জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। যুব সমাজ যদি খেলাধুলায় মনোযোগী হয়, তবে সমাজ থেকে অপরাধ ও মাদক দূর হবে।”
সফলভাবে ফাইনাল ম্যাচ সম্পন্ন হওয়ায় আয়োজকদের প্রতি সন্তোষ প্রকাশ করেন খেলোয়াড়, দর্শক ও অতিথিবৃন্দ।