January 15, 2026, 11:34 pm
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে “সংঘাত নয় শান্তি ও সম্প্রীতির দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নির্বাচনকালীন সহিংশতা প্রতিরোধে ধামইরহাটে পিএফজি ও ওয়াইপিএজি’র যৌথ ত্রমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
এফসিডিও’র অর্থয়ানে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (এমআইপিএস) প্রকল্পের আওতায় পিএফজির কো-অর্ডিনেটর সাংবাদিক আবু হেনা মোঃ কামাল বাবুর সভাপতিত্বে ১৫ জানুয়ারি বৃহস্পতিবার বেলা ১২ আলতাদিঘী জাতীয় উদ্যানে নুরে জান্নাত হোটেল এন্ড রেস্টুরেন্টে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্টের এরিয়া সমন্বয়কারী মোঃ আছির উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্টের নওগাঁ জেলার সমন্বয়কারী হেলাল উদ্দিন। সভায় উপস্থিত ছিলেন ধামরহাট থানা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব হানজালা, পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম সরকার, ধামইরহাট মহিলা দলের সাবেক সভাপতি ও ধামইরহাট উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম, মহিলা দলের সম্পাদক সেলিনা আক্তার, ধামইরহাট পৌর বিএনপির যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক সাহিনা আকতার, ধামইরহাট মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ মন্ডল, ওয়াইপিএজি’র কো- অর্ডিনেটর সাঈদ বিন জাবেদ।