January 15, 2026, 11:39 pm

শিরোনাম :
নওগাঁর পত্নীতলায় ১৬ মাসের শিশুকে সেতু থেকে নদীতে ছুড়ে ফেলে থানায় গেলেন মা নন্দীগ্রামে ভটভটি–মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু ধামইরহাটে পিএফজি ও ওয়াইপিএজি’র যৌথ ত্রমাসিক সভা অনুষ্ঠিত। নন্দীগ্রামে বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা নন্দীগ্রাম ইউএনও অফিস পরিদর্শনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করলেন জেলা প্রশাসক পোরশায় দুস্থ প্রতিবন্ধদের মাঝে শুকনা খাবার ও শীতবস্ত্র বিতরণ সান্তাহারে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নওগাঁয় মোবাইল ব্যবসায়ীদের মানববন্ধন বাঘায় বেগম খালেদা জিয়া ও স্বেচ্ছাসেবক দল নেতা বাচ্চু সরকারের রুহের মাগফিরাত কামনায় দোয়া। বেগম খালেদা জিয়ার স্মরণে দুমকী প্রেসক্লাবের মিলাদ ও দোয়া মাহফিল

দীর্ঘদিনের প্রেমিকাকে ৬২ বছর বয়সে বিয়ে করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেক্সঃ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ তার দীর্ঘদিনের প্রেমিকা জোডি হেইডনকে বিয়ে করেছেন। দায়িত্বে থাকা অবস্থায় বিয়ের মাধ্যমে তিনি অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথম প্রধানমন্ত্রী হিসেবে নজির গড়লেন।

শনিবার রাজধানী ক্যানবেরায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ‘দ্য লজ’-এ ঘনিষ্ঠ পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে এ বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আলবানিজের ছেলে নাথান এবং হেইডনের বাবা-মা বিল ও পলিন উপস্থিত ছিলেন।

বিয়ের পর এক যৌথ বিবৃতিতে আলবানিজ ও হেইডন বলেন, পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের সামনে আমরা আমাদের ভালোবাসা এবং সারাজীবন একসঙ্গে থাকার অঙ্গীকার ভাগ করে নিতে পেরে অত্যন্ত আনন্দিত।

নিউ সাউথ ওয়েলসের সেন্ট্রাল কোস্টের একজন সেলিব্র্যান্ট বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। নবদম্পতি নিজেরাই বিয়ের শপথ লিখেছিলেন। জোডি হেইডন তার বাবা-মায়ের সঙ্গে বিয়ের মঞ্চে আসেন। এ সময় বাজানো হয় শিল্পী বেন ফোল্ডসের গান ‘দ্য লাকিয়েস্ট’।

হেইডন পরেছিলেন সিডনির ডিজাইনার ব্র্যান্ড এর পোশাক। প্রধানমন্ত্রী আলবানিজের স্যুট ছিল এমজে বেল-এর। তাদের বিয়ের আংটি তৈরি করেছে সিডনির সেরোন জুয়েলার্স।

অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল পারিবারিক উপস্থিতি—হেইডনের পাঁচ বছর বয়সী ভাতিজি এল্লা ফুল ধরার দায়িত্বে ছিল এবং আলবানিজের পোষা কুকুর টোটো ছিল আংটি বহনকারী।

বিয়ের পর যুগল একসঙ্গে মঞ্চ ছাড়েন স্টিভি ওয়ান্ডারের জনপ্রিয় গান ‘Signed, Sealed, Delivered (I’m Yours) এর তালে। প্রথম নাচ করেন ফ্র্যাংক সিনাত্রার ‘The Way You Look Tonight’ গানে।

পরবর্তী সপ্তাহে তারা অস্ট্রেলিয়ার মধ্যেই মধুচন্দ্রিমায় যাওয়ার পরিকল্পনা করেছেন। বিয়ের সব খরচ ব্যক্তিগতভাবে তারাই বহন করেছেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

এই বিয়ে অনুষ্ঠিত হয় সংসদের ২০২৫ সালের শেষ অধিবেশন শেষ হওয়ার পরপরই এবং আলবানিজের বড় ব্যবধানে পুনর্নির্বাচিত হওয়ার ছয় মাস পর।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার অর্থমন্ত্রী জিম চ্যালমার্স, পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং, অর্থমন্ত্রী ক্যাটি গ্যালাহারসহ লেবার পার্টির শীর্ষ নেতারা।

উল্লেখ্য, আলবানিজ ও হেইডনের পরিচয় হয় ২০১৯ সালে মেলবোর্নে এক অনুষ্ঠানে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবসে আলবানিজ ‘দ্য লজ’-এর বারান্দায় হেইডনকে বিয়ের প্রস্তাব দেন।

এর আগে আলবানিজের প্রথম স্ত্রী কারমেল টেবুটের সঙ্গে প্রায় দুই দশকের সংসার ছিল। ২০১৯ সালে তাদের বিচ্ছেদ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *